ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২০:৪২

বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ছবি সংগৃহীত বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসর। বিশ্বকাপের আগে বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২৫ সেপ্টেম্বর (রবিবার) রাত ৯ টায় দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনাল জয়ের বদৌলতে ইতিমধ্যে বাংলাদেশ ও আয়ার‌ল্যান্ড মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। 

 

বর্তমানে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। ফাইনাল জিততে পারলেই অপরাজিত থেকেই এই পর্ব শেষ করতে পারবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বের তিন ম্যাচে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে তারা হারিয়েছে থাইল্যান্ডকে। 

 

গ্রুপ পর্বের দেখায় ফাইনালের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে জয় এসেছিল ১৪ রানের। বাংলাদেশের দেওয়া ১৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২৯ রানে অলআউট হয়েছিল আইরিশরা। 

 

বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ড শুধুমাত্র ঐ একটি ম্যাচেই হেরেছে। বাকি দুই  ম্যাচে তারা হারিয়েছে যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডকে। সেমিফাইনালে দলটির জয় জিম্বাবুয়ের বিপক্ষে।

 

উল্লেখ্যঃ সেমিফাইনালে বাংলাদেশ ১১ রানে এবং আয়ারল্যান্ডের ৪ রানে জয় পেয়েছিল।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...