ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আফ্রিদি করেছেন সতর্ক, ওয়াসিমের চোখে আমিরের আগ্রাসন ইতিবাচক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ০৩:৩৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ একটা সময় বাবর আজমের সমর্থক ছিলেন মোহাম্মদ আমির। তবে চলমান পিএসএলে দুই জনের মধ্যে দেখা দিয়েছে স্নায়ু ‍যুদ্ধ। মাঠ ও মাঠের বাইরে আগ্রাসী আচরণ করছেন আমির। যার ফলে শহিদ আফ্রিদি এই ঘটনাগুলোয় সতর্ক করেছিলেন আমিরকে। 

 

এদিকে আমিরের আগ্রাসী মনোভাবে খারাপ কিছু দেখছেন না ওয়াসিম আকরাম। জানিয়েছেন এমন শান্ত দ্বন্দ লিগে দর্শকদের মনোযোগ বাড়াবে। 

 

ওয়াসিম আকরাম বলেন, ‘কোনো টুর্নামেন্ট খেলা, প্রতিপক্ষের সাথে হাত মেলানো, গলায় লাগানোর মধ্যে খেলা সীমাবদ্ধ না। খেলার উন্মাদনা বাড়াতে কিছু চরিত্র দরকার হয়। কিছু দ্বন্দ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আমি আমিরের পাশে আছি। একজন বোলার হিসেবে সে তার মাত্রার বাইরে কিছু করে নি।’

 

রমিজ রাজার সময়ে জাতীয় দলকে বিদায় বলেছিলেন আমির। তবে বর্তমানে ফেরার সুযোগ পেলে রাজি এই পেসার। পিসিবির নতুন চেয়ারম্যানও আমিরকে নিয়ে ইতিবাচক। পারফরম্যন্স করলে জাতীয় দলের দরজা খোলা সকলের জন্যই। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আফ্রিদি করেছেন সতর্ক, ওয়াসিমের চোখে আমিরের আগ্রাসন...

কোনো টুর্নামেন্ট খেলা, প্রতিপক্ষের সাথে হাত মেলানো, গলায় লাগানোর মধ্যে খেলা সীমাবদ্ধ...

পিএসএলের ড্রাফটে সাকিব-তামিমসহ বাংলাদেশের ৭ ক্রিকে...

ড্রাফটের তালিকা চূড়ান্ত না হলেও নিবন্ধন করা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক...

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে ওয়াট...

পিএসএলের অন্যতম সফল দল ধরা হয় কোয়েটাকে। তারা প্রথম চার আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে।...