কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে ওয়াটসন
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ১২:১০
নট আউট ডেস্কঃ শুরু থেকেই পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ ছিলেন মইন খান। তবে এবার তিনি দায়িত্ব ছেড়েছেন। মইন খানের দায়িত্ব ছাড়ার পর দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন শেন ওয়াটসন।
প্রধান কোচের দায়িত্ব ছাড়লেও দলের দায়িত্ব ছাড়েননি মইন খান। তিনি এখন থেকে দলটির টিম ডিরেক্টর ভূমিকায় থাকবেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ওয়াটসনকে প্রধান কোচ করার ঘোষণা দিয়েছে কোয়েটা।
পিএসএলের অন্যতম সফল দল ধরা হয় কোয়েটাকে। তারা প্রথম চার আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে। ২০১৯ সালে তারা পিএসএলের শিরোপা জেতে। তখন দলটিতে খেলোয়াড়ের ভূমিকায় ছিলেন ওয়াটসন।
দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকাও রেখেছিলেন এই অজি অলরাউন্ডার। আসর জুড়ে ১৪৩.৮১ স্ট্রাইক রেটে ৪৩০ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। জিতেছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কারও।
-নট আউট/এমআরএস
আফ্রিদি করেছেন সতর্ক, ওয়াসিমের চোখে আমিরের আগ্রাসন...
কোনো টুর্নামেন্ট খেলা, প্রতিপক্ষের সাথে হাত মেলানো, গলায় লাগানোর মধ্যে খেলা সীমাবদ্ধ...
পিএসএলের ড্রাফটে সাকিব-তামিমসহ বাংলাদেশের ৭ ক্রিকে...
ড্রাফটের তালিকা চূড়ান্ত না হলেও নিবন্ধন করা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক...
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে ওয়াট...
পিএসএলের অন্যতম সফল দল ধরা হয় কোয়েটাকে। তারা প্রথম চার আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে।...
আপনার মূল্যবান মতামত দিন: