ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পোপ-হার্টলির নৈপুণ্যে হায়দ্রাবাদ টেস্ট জিতল ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৪ ১৮:১৯

অভিষিক্ত হার্টলির তোপে পুড়ল ভারত৷ গেটি ইমেজ অভিষিক্ত হার্টলির তোপে পুড়ল ভারত৷ গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ প্রথম ইনিংসে প্রায় দুইশ (১৯০) রানের লিড পেয়েছিল স্বাগতিক ভারত। কার্যত হায়দ্রাবাদ টেস্টটাও ছিল স্বাগতিকদের নাগালেই। কিন্তু এক ওলি পোপ যেন ভারতের হাত থেকে ছোঁ মেরে নিয়ে ইংল্যান্ডকে এনে দেন লড়াইয়ের রসদ। বাদবাকিটা অবশ্য করেছেন অভিষিক্ত ইংলিশ স্পিনার টম হার্টলি। তাতেই হায়দ্রাবাদ টেস্টে তীরে এসে ডুবল ভারত।

হায়দ্রাবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ড পেয়েছিল ২৪৬ রানের পুঁজি। জবাবে স্বাগতিকরা তুলেছিল ৪৩৬ রান। ১৯০ রানে পিছিয়ে থেকে ইংলিশরা নিয়মিত বিরতিতে হারায় উইকেট। বাকিরা যেখানে করেছেন সংগ্রাম সেখানে ব্যতিক্রম ছিলেন ওলি পোপ। ভারতীয় বোলারদের দারুণ সামলে ছুটছিলেন ডাবল সেঞ্চুরির দিকেই। কিন্তু মাত্র ৪ রানের জন্য করেছেন সুযোগ মিস। তাতেই দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করে ৪২০ রান। ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশ স্পিনার টম হার্টলির তোপে ২০২ রানের গুটিয়ে যায় ভারত। ফলে, ২৮ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷