ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নাটকীয় জয়ে সিরিজে সমতায় ফেরাল জিম্বাবুয়ে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৪ ২৩:১০

সিরিজে ফিরল সমতা। গেটি ইমেজ সিরিজে ফিরল সমতা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২০ রান। কার্যত ম্যাচটা ছিল শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে। কিন্তু এমনই ম্যাচটাই কিনা জিম্বাবুয়ে জিতে নেয় ১ বল হাতে রেখেই। কলম্বোয় লুক জঙ্গে ও ক্লাইভ মাধান্ধের দুর্দান্ত ফিনিশিংয়ে সিরিজে সমতা ফেরায় জিম্বাবুয়ে। ২০ রান ডিফেন্ড করতে এসে ৫ বলে ২৪ রান খরচ করে রীতিমতো খলনায়ক বনে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এদিন আগে ব্যাট করা স্বাগতিক শ্রীলঙ্কা ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল আসালাঙ্কা ও ম্যাথিউসের ফিফটিতে। আসালাঙ্কা করেন ৬৯ রান, ম্যাথিউসের ব্যাট থেকে আসে ৬৬ রান। জবাবে ক্রেইভ আরভিনের ৭০ রানের দুর্দান্ত এক ইনিংসের পরও ম্যাচটাই হারতে বসে জিম্বাবুয়ে। সেই হারতে বসা ম্যাচটাই শেষ পর্যন্ত জঙ্গে-মাধান্ধের দৃঢ়তায় ৪ উইকেটে জিতে নেয় সফরকারীরা।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷