ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জয়ের সুবাস ছড়িয়ে বড় হার পাকিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৪ ১৭:২৬

জিতল নিউজিল্যান্ড। গেটি ইমেজ জিতল নিউজিল্যান্ড। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিততে হলে ২০ ওভারে পাকিস্তানকে টপকাতে হতো ২২৭ রানের পাহাড়। অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুই পেয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ দিকে রানের সেই ছন্দ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ২০ রানের ব্যবধানে ৬ উইকেট খুইয়ে ম্যাচটাই হারে পাকিস্তান। 

অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২২৬ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ঝোড়ো ফিফটিতে ড্যারিল মিচেল করেন ৬১ রানে। প্রত্যাবর্তনের ম্যাচে ফিফটি পেয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও। শুরুর দিকে টর্নেডো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। রেকর্ড রান তাড়া করতে নামা পাকিস্তানকে বিধ্বংসী শুরু এনে দেন সাইম আইয়ুব। কিন্তু সেই ঝড়টা বাড়তে দেননি মিলনে। এরপর বাবর-রিজওয়ান পাকিস্তানকে রাখে লড়াইয়ে। রিজওয়ান ফিরে গেলেও বাবর তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৪৬ রানের বড় জয় তুলে নেয় নিউজিল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷