ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে পাকিস্তানের সহ-অধিনায়কের দায়িত্বে রিজওয়ান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৪ ১৫:০২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য তিন সপ্তাহ আগেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন ওয়াহাব রিয়াজ। সেই দলের সহ-অধিনায়কের নাম অবশ্য তখন জানায়নি পাকিস্তান। এবার জানা গেল, পাকিস্তানের সহ-অধিনায়কত্ব করবেন মোহাম্মদ রিজওয়ান।


এই সিরিজে প্রথমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে পেসার শাহিন শাহ আফ্রিদিকে। চোটের কারণে দলে নেই লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। নেই মোহাম্মদ হারিসও।

শেষবারের ওয়ানডে বিশ্বকাপে বাবর আজম নেতৃত্ব ছাড়ার পরই আফ্রিদকে অধিনায়কত্ব দেয়া হয়। এবার সহ-অধিনায়ক হিসেবে পিসিবি যাকে বেছে নিয়েছে, সেই রিজওয়ানই দলের অন্যতম আস্থাভাজন ক্রিকেটার।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, আমের জামাল, আব্বাস আফ্রিদি, আজম খান, হাসিবউল্লাহ খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, উসামা মির ও জামান খান। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷