ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বৃষ্টি আইনে ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ ১০:১৫

সহজ জয় দক্ষিণ আফ্রিকার। গেটি ইমেজ সহজ জয় দক্ষিণ আফ্রিকার। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বৃষ্টিতে ভেস্তে যায় দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দিয়েছিল বৃষ্টি বাগড়া। কিন্তু বৃষ্টির দাপট উপেক্ষা করেই ভারতকে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এদিন আগে ব্যাট করে রিংকু সিং ও সূর্যকুমার যাদবের ব্যাটে চড়ে ১৮০ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। ৯ চার ও ২ ছক্কায় ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রিংকু সিং। ৫ চার ও ৩ ছক্কায় অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে আসে ৫৬ রান। এছাড়া তিলক ভার্মা করেন ২৯ রান। 

বৃষ্টি আইনে প্রোটিয়াদের সামনে সেই লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রানের। রেজা হেনড্রিকসের ব্যাটে চড়ে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৮ চার ও ১ ছক্কায় রেজা হেনড্রিকস করেন ৪৯ রান৷ এইডেন মার্করাম ৩০ ও ডেভিড মিলার করেন ১৭ রান।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় টি-টোয়েন্টি

ভারত: ১৮০/৭ (১৯.৩ ওভার)

রিংকু ৬৮*, সূর্যকুমার ৫৬;

কোল্টেজ ৩/৩২।

 

দক্ষিণ আফ্রিকা: ১৫৪/৫ (১৩.৫ ওভার)

হেনড্রিকস ৪৯, মার্করাম ৩০;

কুমার ২/৩৪।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷