ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-দ.আফ্রিকার ১ম টি-টোয়েন্টি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩ ১১:০১

পরিত্যক্ত ম্যাচ। গেটি ইমেজ পরিত্যক্ত ম্যাচ। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা। ডারবানে রোববার রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের প্রথম টি-টোয়েন্টি। কিন্তু বেরসিক বৃষ্টিতে টস করতেই না পারেনি দু'দলের অধিনায়ক। ফলে, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। 

বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ডারবানে দিনভর জুড়েই ছিল বৃষ্টি। সেই বৃষ্টি অব্যাহত ছিল ম্যাচের আগেও। গুঁড়িগুঁড়ি বৃষ্টি শেষ পর্যন্ত না থামলে, পরিত্যক্তই ঘোষণা করতে হয়েছে ম্যাচ। 

উল্লেখ্য, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যায় ভারত। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি রয়েছে সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে। এছাড়া দুই টেস্টের সিরিজেও অংশ ঞ্জবে এই দুইদল।

 

-নট আউট/টিএ

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷