ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন রোহিত?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ১২:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা সবশেষ ম্যাচ খেলেছেন বছরখানিক আগে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর এই সংস্করণে আর দেখা যায়নি তাকে। ওয়ানডে বিশ্বকাপ শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও তিনি নেই। এসবের ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে, তবে কি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন রোহিত ?

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে বিশ্বকাপের আগেই নাকি নিজের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে আলোচনা সেরে ফেলেছেন রোহিত। সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘এটা নতুন কোনো ঘটনা নয়। গত এক বছরে ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর ছিল বলে রোহিত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি। নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগারকারের সঙ্গে এ ব্যাপারে তার বিস্তারিত আলোচনা হয়েছে। সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছে। এটি পুরোটাই রোহিতের সিদ্ধান্ত।’

বিসিসিআইয়ের সূত্রমতে, তরুণ ওপেনারদের এখনো কিছু ম্যাচ দেখতে চাইছে বোর্ড। যদি তারা দীর্ঘ মেয়াদে সেভাবে পারফর্ম করতে ব্যর্থ হয়, তা হলে রোহিতকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলতে পারে বিসিসিআই।

বিসিসিআইয়ের সূত্র আরও জানায়, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে— ২০২৫ সাল পর্যন্ত চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রের জন্য রোহিত টেস্ট ফরম্যাটে পুরোপুরি ফোকাস করছেন। সে হিসাবে দীর্ঘ ফরম্যাটের জন্যও একজন অধিনায়ক প্রস্তুত করা বোর্ডের এজেন্ডার মূল বিষয় হবে। হার্দিক পান্ডিয়া চোটপ্রবণ হওয়ায় নির্বাচকরা ওয়ানডেতে তারও বিকল্প খুঁজতে পারে।’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷