ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আমাদের সাফল্য পাকিস্তানের সহ্য হয় না: শামি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩ ১৭:২৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপের ফাইনাল বাদ দিলে সাফল্যের সবটুকু পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ব্যক্তিগত সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ ছক্কা। সবকিছুর মালিক ভারতীয় ক্রিকেটাররাই। ভারতের এমন সাফল্য পাকিস্তানের সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন মোহাম্মদ শামি। 

 

বল হাতে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি। এছাড়াও জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা দাপট দেখিয়েছেন। তাদের সাফল্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা মন্তব্য করেছিলেন, ‘ভারতকে আলাদা বল দেওয়া হচ্ছে।’ 

মাঠের বাইরের মন্তব্য নিয়ে শামি বলেন, ‘আমার তো মনে হয় ওরা মানতেই পারে না ওদের চেয়েও কেউ ভালো কিছু করতে পারে। আমাদের সাফল্য সহ্যই হয় না ওদের। মানতাম যদি সে সাধারণ মানুষ হতো। কিন্তু সেও তো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। তার পরও এ রকম মন্তব্য করলে সবাই তো হাসবেই।’

নিজের সাফল্য নিয়ে শামি বলেন, ‘বিশ্বকাপের প্রথম চার ম্যাচে আমি খেলিনি। কিন্তু খেলা শুরু করার পর প্রথম ম্যাচে ৫ উইকেট পাই। পরের ম্যাচে পাই ৪ উইকেট। তৃতীয় ম্যাচে আবার ৫ উইকেট। এই বোলিং দেখে পাকিস্তানের একজন মন্তব্য করেছিলেন— আমাদের নাকি আলাদা বল দেওয়া হচ্ছে। ওয়াসিম ভাই টিভি শোয়ে বুঝিয়েছিলেন— দুদলের বোলাররা একটি বাক্স থেকে বল বেছে নেয়। তার পরও সেই ব্যক্তি কটু মন্তব্য করতে ছাড়েননি।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷