ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যামির সহকারী হলেন সাবেক অধিনায়ক কার্ল হুপার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জুন ২০২৩ ০২:০০

সাবেক ক্যারিবীয় অধিনায়ক কার্ল হুপার। গেটি ইমেজ সাবেক ক্যারিবীয় অধিনায়ক কার্ল হুপার। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ গেল মাসে উইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের প্রধান কোচ করা হয়েছিল ড্যারেন স্যামিকে৷ এবার কোচিং প্যানেলকে আরও শক্তিশালী করতে সাবেক অধিনায়ক কার্ল হুপারকে বেছে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড৷ স্যামির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি৷ 

ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে নিজেদের প্রভাব ফেলতে পারেনি উইন্ডিজ দল৷ যার ফলে সুযোগ হয়নি সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের৷ ভারতের বিমান ধরতে দলটিকে টপকাতে হবে বাছাইপর্ব বাঁধা৷ যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্র৷

আগামী ৪ জুন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে উইন্ডিজ৷ এই সিরিজের আগেই দলের সাথে যোগ দিবেন হুপার৷

উইন্ডিজ হেড কোচ স্যামির চাওয়াতেই হুপারকে নিয়োগ দিয়েছে ক্রিকেট উইন্ডিজ৷ কোচিং বিষয়ে আলাপ হয়েছিল দুজনের৷ এ নিয়ে হুপার বলেন, ড্যারেন আমার সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করেছিল৷ আমি আমার আগ্রহের কথা জানিয়েছি৷ আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং অর্থপূর্ণ প্রভাব ফেলতে চাই৷

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তিনি কোচিং কাজেই নিজেকে যুক্ত করেছিলেন৷ ক্যারিবিয়ান লিগ ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে কোচ এবং মেন্টরের দায়িত্ব পালন করেছেন৷ সবশেষ বিগব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচ ছিলেন তিনি৷ 

উইন্ডিজের জার্সিতে ১৬ বছরের ক্যারিয়ার হুপারের৷ ১৯৮৭ সালে অভিষেক হয়েছিল টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে৷ টেস্টে ১০২ ম্যাচের ১৭৩ ইনিংসে করেছিলেন ৫৭৬২ রান৷ ২৩৩ রান ক্যারিয়ার সর্বোচ্চ৷ ২০০২ সালে যখন ইতি টানেন এই সংস্করণে ,তখন নামের পাশে ১৩ শতক আর ছিল ২৭ অর্ধশতক৷ এছাড়াও বল হাতে নিয়েছিলেন ১১৪ উইকেট৷ 

ওয়ানডে ক্রিকেটেও হুপার ছিলেন দুর্দান্ত৷ ২০৬ ইনিংস ব্যাট করে করেছিলেন ৫৭৬১ রান৷ ২৯ অর্ধশতক আর ৭ শতকের ক্যারিয়ারে ১১৩ ক্যারিয়ার সর্বোচ্চ৷ একদিনের ক্রিকেটে বল হাতে শিকার করেছেন ১৯৩ উইকেট৷ ক্রিকেট দুনিয়ার প্রথম ক্রিকেটার হুপার৷ যিনি ৫ হাজার রান,১০০ উইকেট, আর ১০০ ক্যাচ তালুবন্দি করার গৌরবময় মাইলফলক তিনিই প্রথম স্পর্শ করেন৷

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷