ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ১০:৩৪

শাদাব খানের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। গেটি ইমেজ শাদাব খানের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। গেটি ইমেজ

আসসালামু আলাইকুম

নট আউট ডেস্কঃ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল রশিদ খানের আফগানিস্তান। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছিল কেবল আনুষ্ঠানিকতা সম্পন্নের। একই সাথে পাকিস্তানের সামনে ছিল হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। এমন সমীকরণের ম্যাচে অবশ্য ব্যাটে-বলে দাপট দেখিয়েছে পাকিস্তানই। তাতেই দাপুটে জয়ে ধবলধোলাইয়ের লজ্জা এড়িয়েছে শাদাব খানের দল।

শারজায় এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে সাইম আইয়ুব। এছাড়া অধিনায়ক শাদা খানের ব্যাট থেকে আসে ২৮ রান। জবাব দিতে নেমে পাক বোলারদের তোপের মুখে পড়ে আফগান ব্যাটাররা। তাতেই ১১৬ রানে গুটিয়ে যায় দলটি। ফলে, ৬৬ রানের বড় জয় পায় পাকিস্তান। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷