ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জন্মভূমিকে বিদায় করে ডাচ ক্রিকেটারের অবসরের ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০১:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিল নেদারল্যান্ডস। ডাচদের বিজয় উল্লাসের দিনে টূর্ণামেন্ট থেকে বিদায়ের কষ্ট নিতে হয়েছে টেম্বা বাভুমার দলকে। সেই ম্যাচে ডাচ ওপেনার স্টিভেন মাইবুর্গ খেলেছিলেন ৩০ বলে ৩৭ রানের ইনিংস। এই ইনিংসটি হয়ে রইল এই ওপেনারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবশেষ ইনিংস। 

 

৩৮ বছর বয়সী মাইবুর্গের জন্ম দক্ষিণ আফ্রিকায়। দেশটির ঘরোয়া ক্রিকেটে মাইবুর্গের অভিজ্ঞতা প্রায় ৬ বছরের। ২০১১ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মাইবুর্গের। পরের বছর টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটারের। 

 

আগেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলা এই ডাচ ওপেনার সোমবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়েছেন। 

 

ইনস্টাগ্রামে ঝুলন্ত এক জোড়া বুটের সঙ্গে আরও কয়েকটি ছবি পোস্ট করে মাইবুর্গ বলেছেন, ‘বুট জোড়া তুলে রাখছি। ঈশ্বরের জয় হোক। ১৭ মৌসুম আগে প্রথম শ্রেণিতে ও ১২ মৌসুম আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।’

 

নিজ জন্মভূমিকে বিশ্বকাপে হারানো প্রসঙ্গে মাইবুর্গ বলেন, ‘স্বপ্নেও ভাবিনি, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে ক্যারিয়ার শেষ করব। আমার রক্ত সব সময়ই সবুজ থাকবে। ক্রীড়াবিদ মাত্রই সব সময় জিততে চায়, তবে আমার জন্মভূমির জন্যও কেঁদেছি।’

 

বিদায়ের সময় নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে কৃতজ্ঞতা জানিয়ে মাইবুর্গ লিখেছেন, ‘নেদারল্যান্ডস আমার ঘর এখন, আমার ক্যারিয়ারের জন্য অনেককেই ধন্যবাদ দিতে হবে। ঈশ্বর, আমার স্ত্রী, বন্ধু, পরিবার, স্পন্সর এবং সব সমর্থককে ধন্যবাদ।’

মাইবুর্গের বিদায়ের পর নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড ইনস্টাগ্রামে লিখেছে, ‘অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন, কিংবদন্তি!’

 

প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২টি ওয়ানডের সঙ্গে ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন মাইবুর্গ। ২৭.৭৮ গড় ও ১১৪.৫১ স্ট্রাইক রেটে করেছেন ৯১৫ রান। ম্যাক্স ও’ডাউড ও বেন কুপারের পর এ সংস্করণে নেদারল্যান্ডসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷