ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

করোনা অক্রান্ত শামি, দলে ফিরলেন উমেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:২৫

মোহাম্মদ শামি ও উমেশ যাদব। ছবি সংগৃহীত মোহাম্মদ শামি ও উমেশ যাদব। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এশিয়া কাপ শেষে জোড় দাবি উঠেছিল মোহাম্মদ শামিকে যেন বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়। যদিও্ শেষ পর্যন্ত তা হয়নি। তবে রয়েছেন রিজার্ভ বেঞ্চে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেকে প্রমাণের মঞ্চ। তবে প্রথমে বড় ধরনের ধাক্কা খেলেন এই ডানহাতি ফাস্ট বোলার। কোভিড পজিটিভ হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন উমেশ যাদব।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার। পরের দুটি আগামী শুক্র ও রোববার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ম্যাচগুলি ২৮ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর। 

 

উমেশ যাদবও নিয়মিত নন জাতীয় দলের টি-টোয়েন্টি দলে। সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বছর তিনেক আগে। 

 


শামির বদলে ডাক পাওয়া উমেশ মাত্রই দেশে ফেরেন ইংল্যান্ডে মিডলসেক্সের হয়ে খেলে। উরুতে হালকা চোট থাকায় পুনর্বাসনের জন্য তিনি চলে আসেন আগেভাগেই। এখন তার সামনে সুযোগ টি-টোয়েন্টি ক্যারিয়ার নতুন করে শুরুর।

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷