ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে সবার উপরে আরেকবার বুমরাহ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ০২:২১

জসপ্রীত বুমরাহ। ছবি সংগৃহীত জসপ্রীত বুমরাহ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইয়ে তান্ডব চালিয়েছেন জসপ্রীত বুমরাহ। ১৯ রান খরচে নিয়েছেন ছয় উইকেট। এমন আনন্দ উপভোগের কয়েক ঘন্টার মাঝে আরও বড় সুখবর পেল এই ডানহাতি বোলার। তিন ধাপ এগিয়ে আরও একবার আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন এই পেসার।

ভারতের ক্রিকেট ইতিহাসে কপিল দেবের পর দ্বিতীয় পেসার হিসেবে তালিকার এক নম্বরে দ্বিতীয়বারের মতো জায়গা করে নিলেন বুমরাহ। এর আগে ২০২০ সালে বোল্টের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন তিনি। শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই নয় সাদা পোশাকেও দারুণ সাফল্য পাচ্ছেন এই পেসার। টেস্ট র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান তালিকার তিনে। তবে টি-টোয়েন্টিতে তুলনামূলকভাবে কিছুটা পিছিয়েই আছেন, এই ফরম্যাটে তার অবস্থান ২৮তম স্থানে।

৭১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে এখন বুমরাহর অবস্থান। মাত্র দুই পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ৬৮১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান করছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷