ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিরিজ জয় নিয়ে আশাবাদী পুরান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ০২:৩৪

নিকোলাস পুরান৷ ছবি সংগৃহীত নিকোলাস পুরান৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহ করতে না পারার ফল ৬ উইকেটে হার৷ এমন হারের পরেও সিরিজ জয়ের আশা উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান৷

মঙ্গলবার গণমাধ্যমে পুরান বলেছেন, ‘আমরা জানি, বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। আমি অনুভব করছি, আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার আমাদের দ্বিতীয় ম্যাচ। নিশ্চিত করতে হবে আমরা যেন নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মাঠে নামতে পারি। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’

নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী পুরান৷ পাকিস্তানের বিপক্ষে সিরিজে হোয়াইট ওয়াশের পর বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী ছিল৷ তবে প্রথম ম্যাচেও জয় পায়নি দলটি৷

পুরান আরও যোগ করেন, ‘আমরা নিশ্চিতভাবে বেশ ভালো দল। এখন সেটাই মাঠে প্রমাণ করতে হবে। আমাদের দলটি এখনও তরুণ। এখনও আমরা দলগতভাবে ভালো করতে পারছি না। আমরা নিজেদের নিয়ে কাজ করছি। আশা করছি শিগগিরিই আমরা এই ক্রিকেটারদের নিয়েই ভালো দলে পরিণত হবো।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷