ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রশিদ খানদের নতুন কোচ গ্রাহাম থর্প

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ০৪:৩৬

গ্রাহাম থর্প। ফাইল ছবি গ্রাহাম থর্প। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আফগানিস্তান ক্রিকেটের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।অ্যাশেজে ভরাডুবির পর ইংলিশদের চাকরি হারিয়েছিলেন ৫২ বছর বয়সী থর্প।

আফগানিস্তান দলের দায়িত্ব ছিলেন ল্যান্স ক্লুজনার। গত নভেম্বরে আফগানদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্টুয়ার্ট ল-কে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এবার ক্লুজনারের স্থলাভিষিক্ত হলেন থর্প। হেড কোচ হিসেবে থর্পকেই পূর্ণাঙ্গ মেয়াদে নিয়োগ দিলো আফগান ক্রিকেট বোর্ড ( এসিবি)। ইংল্যান্ডের হয়ে ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলেছেন গ্রাহাম থর্প।

গত এক দশকের বেশি সময় ধরে ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন থর্প।অস্ট্রেলিয়ায় ৪-০ ব্যবধানে হারের পর চাকরি হারান তিনি।

আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফর করার কথা রয়েছে আফগানিস্তানের। সিরিজে একটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে তারা। ওই সফর দিয়েই শুরু হবে আফগানদের কোচ হিসেবে থর্পের অভিযান।

 

-নট আউট/এসআর/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷