ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

‘শেষের জন্যই সেরাটা জমিয়ে রেখেছিলাম’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩ ১০:৩৯

বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া। গেটি ইমেজ বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ আহমেদাবাদের ট্রিপিক্যাল ব্যাটিং স্বর্গে টস জিতে যেকেউই আগে ব্যাট কর‍তে চাইবেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস হেরে আগে ব্যাট পেয়ে সে কথাই বলেছিলেন। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরের ফাইনালে অজি অধিনায়ক প্যাট কামিন্স করেছিলেন ঠিক তার উল্টোটাই। মেগা ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিয়েছিলেন। আগে ব্যাট করতে নেমে যথারীতি রোহিত শর্মা ভারতকে এনেও দেন উড়ন্ত সূচনা। কিন্তু তাতেও দমে যায়নি অজি বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে দুর্দান্ত ফিল্ডিং, স্টার্ক-কামিন্সরা ভারতকে আটকে দেয় আড়াইশ পার হওয়ার আগেই।

মাঝারি লক্ষ্য তাড়ায় বোর্ডে পঞ্চাশ তোলার আগেই অজিরা হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। এরপর রীতিমতো মহাকাব্য লিখেন অজি ওপেনার ট্রাভিস হেড। ফাইনালে এদিন ভারতীয় বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছাড়েন এই ওপেনার। খেলেন ১৩৭ রানের এক মহাকাব্যিক ইনিংস। তাতেই ৬ উইকেটের জয়ে ভারতের থেকে ছোঁ মেরে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া।

ফাইনালে একপেশে জয়ের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স খানিকটা আত্মতৃপ্তি নিয়ে বললেন, সেরা পারফরম্যান্সটা তার দল জমা রেখেছিল শেষের জন্যই। ফাইনালের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে কামিন্স বলেছেন, ‘মনে হচ্ছে, শেষের জন্যই আমরা সেরাটা জমিয়ে রেখেছিলাম। কয়েকজন বড় ম্যাচের ক্রিকেটার নিজেদের মেলে ধরল। টুর্নামেন্টজুড়ে বেশিরভাগ সময় আমরা আগে ব্যাটিং করেছি। আজ ভাবলাম, রান তাড়া করার জন্য রাতটা বেশ ভালো। আমাদের মনে হয়েছে, পরের দিকে (ব্যাটিং) সহজ হবে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।