ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হেডের সেঞ্চুরিতে উড়ে গেল ভারত, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ২১:৪৯

দুর্দান্ত এক সেঞ্চুরি হেডের। গেটি ইমেজ দুর্দান্ত এক সেঞ্চুরি হেডের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ দুই হারে বিশ্বকাপ শুরু করেছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। এরপর টানা সাত জয়ে সেমির টিকিট কাটে প্যাট কামিন্সের দল। গ্রুপ পর্বে যে আফ্রিকার কাছে হেরেছিল অজিরা, সেই আফ্রিকার বিপক্ষেই জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

অন্যদিকে গ্রুপ পর্বে শতভাগ জয়ের পর দাপট দেখিয়েই নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালেও ফেভারিট হিসেবে মাঠে নেমছিল রোহিত শর্মার দল। কিন্তু মাঠের খেলায় আধিপত্য ছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এদিন আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রানে থামে ভারত। জবাবে ট্রাভিস হেডের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৬ উইকেটের জয়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা আরেকবার গায়ে মাখল অজিরা।

২৪১ রানের মাঝারি লক্ষ্য অস্ট্রেলিয়ার জন্য খুব একটা কঠিন কাজ ছিল না। কিন্তু ভারতও যে ছেড়ে কথা বলবে না সেটাও ছিল অনুমেয়। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল অজিরা, কিন্তু সেটা ধরতে রাখত্র ব্যর্থ হয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাতেই দলীয় পঞ্চাশ পার করার আগেই অজিরা হারায় ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও স্টিভেন স্মিথের উইকেট। 

চর্তুথ উইকেট জুটিতে অস্ট্রেলিয়ার হাল ধরেন ট্রাভিস হেড ও মার্নাস ল্যাবুশেন। এই দু'জনের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে অস্ট্রেলিয়া। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই দলীয় একশ পেরোয় অজিদের। হাফ সেঞ্চুরি তুলে নেন হেড।

এরপর আর পেছনে তাকাতে হয়নি অস্ট্রেলিয়াকে। ট্রাভিস হেডের একক নৈপুণ্যে জয়ের সুবাস পেতে শুরু করে অজিরা। তাকে দারুণ সঙ্গ দেন ল্যাবুশেন। ভারতীয় বোলারদের কোন সুযোগই না দিয়ে আহমেদাবাদের প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে হেড তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। কার্যত তাতেই শেষ হয়ে যায় ভারতের ম্যাচে ফেরার আশা। হাফ সেঞ্চুরি তুলে নেন ল্যাবুশেনও।

দলকে জয়ের বন্দরে রেখেই হেড ফিরেন সাজঘরে। ফেরার আগে ১৫ চার ও ৪ ছক্কায় হেড খেলেন ১৩৭ রানের এক দুর্দান্ত ইনিংস। শেষ পর্যন্ত ৬ উইকেট ও ৪২ বল হাতে রেখে নিজেদের ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ওয়ানডে শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। এরপর যথারীতিই দ্রুত রান তুলতে থাকেন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলিকে নিয়ে গড়েন চল্লিশোর্ধ রানের জোট৷ এদিনও ঝড়ো শুরুর পর ইনিংস লম্বা হয়নি রোহিতের। ৪ চার ও ৩ ছক্কায় ফিরেন ব্যক্তিগত ৪৭ রানে৷ ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারও এদিন ধরতে পারেননি দলের হাল।

চর্তুথ উইকেট জুটিতে ভারতের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কিন্তু অজি বোলারদের সামনে এই দু'জন খুব একটা সাচ্ছন্দ্য নিয়ে করতে পারেননি ব্যাট। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। এরপর খুব একটা স্থায়ী হয়নি এই ভারতীয় তারকার ইনিংস৷ কামিন্সের শিকার হয়ে ফিরেন ৫৪ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল। খুব এই তারকা ব্যাটারও ইনিংস করতে পারেননি লম্বা। টেস্ট মেজাজে ব্যাট করে রাহুল ফিরেন ৬৬ রান করে। শেষ দিকে কেউই বড় ইনিংস খেলতে না পারায় ২৪০ রানে গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ৩ উইকেট। জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স নেন ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।