ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মিশন হেক্সা থেকে ‘২৪১’ রান দূরে অজিরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৫

দাপট দেখালেন স্টার্করা। গেটি ইমেজ দাপট দেখালেন স্টার্করা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ পুরো বিশ্বকাপ জুড়েই দাপুটে ব্যাটিং করেছিল ভারত। কিন্তু মেগা ফাইনালে এসেই যেন খেই হারালো রোহিত শর্মার দল। অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। স্রোতের বিপরীতে বিরাট কোহলি ও লোকেশ রাহুল করেন লড়াকু ফিফটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। নিজেদের ৬ নাম্বার বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৪১ রান।

আহমেদাবাদে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। এরপর যথারীতিই দ্রুত রান তুলতে থাকেন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলিকে নিয়ে গড়েন চল্লিশোর্ধ রানের জোট৷ এদিনও ঝড়ো শুরুর পর ইনিংস লম্বা হয়নি রোহিতের। ৪ চার ও ৩ ছক্কায় ফিরেন ব্যক্তিগত ৪৭ রানে৷ ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারও এদিন ধরতে পারেননি দলের হাল।

চর্তুথ উইকেট জুটিতে ভারতের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কিন্তু অজি বোলারদের সামনে এই দু'জন খুব একটা সাচ্ছন্দ্য নিয়ে করতে পারেননি ব্যাট। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। এরপর খুব একটা স্থায়ী হয়নি এই ভারতীয় তারকার ইনিংস৷ কামিন্সের শিকার হয়ে ফিরেন ৫৪ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল। খুব এই তারকা ব্যাটারও ইনিংস করতে পারেননি লম্বা। টেস্ট মেজাজে ব্যাট করে রাহুল ফিরেন ৬৬ রান করে। শেষ দিকে কেউই বড় ইনিংস খেলতে না পারায় ২৪০ রানে গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ৩ উইকেট। জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স নেন ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।