ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হারার পর জরিমানা গুনল পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১২:৪১

জরিমানা গুনল পাকিস্তান। গেটি ইমেজ জরিমানা গুনল পাকিস্তান। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ শুরুর আগেও ক্রিকেট বিশ্লেষকদের চোখে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে যেন সময়টাই ভালো যাচ্ছে না বাবর আজমের দলের। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নও অনেকটাই ফিঁকে হয়ে গেছে ৯২ এর বিশ্ব চ্যাম্পিয়নদের। 

এদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক উইকেটের হারের পর এবার জরিমানাও গুণতে হলো পাকিস্তানকে। স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। কোড অফ কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে পাকিস্তানকে।

এক বিবৃতিতে বলেছে, 'ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের তরফ থেকে বাবর আজম এবং তাঁর দল পাকিস্তানকে জরিমানা করা হয়েছে। বোলিংয়ের সময়ে তারা নির্ধারিত সময়ের থেকে চার ওভার পিছনে থাকার কারণেই এই জরিমানা করা হয়েছে। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিয়ম অনুযায়ী সময়ের চেয়ে প্রতি এক ওভার কম করলে দলের ক্রিকেটারদের পাঁচ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা করা হয়। চার ওভার বোলিং কম করার কারণে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় তাদের। পাকিস্তান অধিনায়ক বাবর আজম, আইসিসির দেওয়া এই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।  

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।