ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কোহলির শতক মিসের আক্ষেপ, হারল নিউজিল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ২২:৫৪

জয় পেয়েছে ভারত। গেটি ইমেজ জয় পেয়েছে ভারত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিশ্বকাপে রোববারে লড়াইটা ছিল দুই টেবিল টপার নিউজিল্যান্ড ও ভারতের। জিতলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত করার পাশাপাশি, দুই দলের সামনেই সুযোগ ছিল টুর্নামেন্টে অপরাজেয় থাকার। হাইভোল্টেজ এই ম্যাচে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতেও মাঝারি সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে বিরাট কোহলির তারকাখচিত ইনিংসে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। যদিও মাত্র ৫ রানের জন্য ওয়ানডেতে নিজের ৪৯তম শতক ছোঁয়া হয়নি তার।

ধর্মশালায় এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল করেন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেন রাচিন রাবিন্দ্র। জবাবে রোহিতের ব্যাটে দারুণ শুরুর পরও চাপে পড়ে ভারত। কিন্তু বিরাট কোহলির এক হাতে টেনে নেওয়া ম্যাচে কিউইরা ছিল অসহায়। শেষ দিকে নিজের সেঞ্চুরির পাশাপাশি, দলকে জেতানোর সুযোগও পেয়েছিল বিরাট৷ কিন্তু শতক থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়ে ফিরেন তিনি। শেষ পর্যন্ত ১২ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।