ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রান বন্যার ম্যাচে পাকিস্তানকে হারাল অজিরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ২২:৪৪

জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গেটি ইমেজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল পাকিস্তান। শুক্রবার অস্ট্রেলিয়ার রান পাহাড় টপকালেই নিজেদের সেই রেকর্ড ভেঙে নতুন করে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ছিল পাকিস্তানের সামনে। রান বন্যার এই ম্যাচে দারুণ শুরুর পরও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাবর আজমের দলকে।

ব্যাঙ্গালোরে এদিন আগে ব্যাট করে দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক পাকিস্তানকে এনে দেয় উড়ন্ত সূচনা। কিন্তু মিডল অর্ডার ব্যর্থতায় তিনশ পার করেই থেমেছে পাকিস্তান। শেষ পর্যন্ত ৬২ রানের জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে শুরু করেছে টানা দুই হারে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া। 

অজিদের পাহাড়সম রান তাড়া করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। দু'জনই শুরু থেকে আগ্রাসী ব্যাট না করলেও দ্রুতই তুলতে থাকেন রান। তাতেই ১৬ ওভারের মাথায় পাকিস্তান পার করে দলীয় শতরানেত গণ্ডি। হাফ সেঞ্চুরি তুলে নেন আব্দুল্লাহ শফিক। তার দেখানো পথে হেটে আরেক ওপেনার ইমাম-উল-হকও তুলে নেন হাফ সেঞ্চুরি। 

দলীয় ১৩৪ রানের মাথায় আব্দুল্লাহ শফিকের বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ৭ চার ও ২ ছক্কায় এই ওপেনার করেন ৬৪ রান। এরপর খুব একটা স্থায়ী হয়নি ইমামের ইনিংস। ১০ চারে ফিরেন ব্যক্তিগত ৭০ রান করে। দুই ওপেনারকে হারানোর পর অধিনায়ক বাবর আজমের উইকেটও দ্রুত হারায় পাকিস্তান। তাতেই চাপে পড়ে দলটি। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। 

এই দু'জনের ব্যাটে লড়াইয়ে ফিরে পাকিস্তান। চর্তুথ উইকেট জুটিতে এই দু'জন গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। ৫ চারে ৩০ রান করা শাকিলের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর নেমেই ঝড়ের আভাস দেন ইফতেখার আহমেদ। কিন্তু এরপরই অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা পাকিস্তানকে ম্যাচ থেকেই দেন ছিটকে। শুরুটা করেন ৩ ছক্কায় ২৬ রান করা ইফতেখারকে ফিরিয়ে। এরপর ৪৬ রান করা মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজকে ফেরান তিনি। কার্যত তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। 

শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান থামে ৩০৫ রানে। ফলে ৬২ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলটির পক্ষে একাই ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। এছাড়া মার্কাস স্টয়নিস ও প্যাট কামিন্স নেন ২ উইকেট করে।

এর আগে ব্যাট করে মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে, নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ১০ রানে জীবন পাওয়া ওয়ার্নার, ১৪ চার ও ৯ ছক্কায় খেলেন ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া ১০ চার ও ৯ ছক্কায় আরেক ওপেনার মিচেল মার্শ করেন ১২১ রান। পাকিস্তানের পক্ষে একাইব৫ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। এছাড়া হ্যারিস রউফ নেন ৩ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।