ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার-মার্শ ঝড় ছাপিয়ে শাহিনের ‘ফাইপার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৮:৩৭

দ্য ওয়ার্নার শো'র দিনে আলো ছড়ালেন শাহিন। গেটি ইমেজ দ্য ওয়ার্নার শো'র দিনে আলো ছড়ালেন শাহিন। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ শুক্রবার বিশ্বকাপের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার মিলে পাক বোলারদের করেছেন তুলোধুনো। যদিও স্রোতের বিপরীতে পাক পেসার শাহিন আফ্রিদি, চলমান বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পেয়েছেন পাঁচ উইকেট। 

ব্যাঙ্গালোরেতে এদিন টস হেরে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল করেছেন রান উৎসব। এই দু'জনের জোড়া সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতেই অজিদের সংগ্রহ দাঁড় আড়াইশ। এরপরই জোড়া উইকেট তুলে অস্ট্রেলিয়ার রানের লাগাম টেনে ধরেন শাহিন আফ্রিদি। তবে ডেভিড ওয়ার্নারের দেড় শ পার করা ইনিংসে রান উৎসবই করে অজিরা। শেষ দিকে এসে আসরের প্রথম ফাইপার তুলে নেন শাহিন আফ্রিদি। শেষ পর্যন্ত ওয়ার্নারের ১৬৩ ও মার্শের ১২১ রানে চড়ে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলেছে ৩৬৭ রান। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।