ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চোট নিয়েই ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ ২০:২০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শতভাগ ফিট না হয়ে খেলা দেশের সাথে বেঈমানী করার সমান। মহেন্দ্র সিং ধোনীর এমন এক উক্তি ব্যবহার করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব নিজেও পড়েছেন খানিকটা চোটে। চোট নিয়েও খেলতে চান তিনি এই ম্যাচ। এমন কথা সংবাদ মাধ্যমে আসার পরেই আলোচনা শুরু হয়েছে নানা মহলে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এখন কি সাকিব বেঈমানী করবে দেশের সাথে। 

ইংল্যান্ড ম্যাচে ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন সাকিব। ম্যাচ শেষ হওয়ার আগে গিয়েছিলেন হাসপাতালে। চোট গুরুতর না হলেও পরের ম্যাচ খেললে বাড়তে পারে ঝুকি। তাই সাকিবকে পরের ম্যাচে চাচ্ছেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

সংবাদ মাধ্যমে কথা বলার সময় সাকিব ইস্যুতে সুজন বলেন, 'সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে।'


সুজন বলেন, 'ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে। কালকে হয়তো এটা দেখবে। চোট পাওয়ার পরও সে ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না ঝুঁকি নিতে। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর।'


তিনি আরও বলেন, 'টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলে সে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। সাকিব যদি চায় এবং ফিজিওদের যদি মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।