ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে কাঁদিয়ে ‘বিপিএলের’ প্রতি কৃতজ্ঞ মালান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ ২০:১২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত মুখদের একজন ডেভিড মালান। সুযোগ পেলে হাতছাড়া করেন না তিনি। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে করেছেন শতক। ম্যাচ শেষে তুলে এনেছেন বিপিএল প্রসঙ্গ। 

সংবাদ সম্মেলনে বিপিএল খেলার প্রসঙ্গে মালান বলেন 'আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কয়েকটি আসরে খেলেছি। বিভিন্ন কন্ডিশনে তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে, চট্টগ্রামে ভালো উইকেটে খেলেছি... ঢাকার উইকেটেও খেলার অভিজ্ঞতা ছিল।'


'একেক জায়গায় খেললে আপনি প্রতিপক্ষ সম্পর্কে ধারণা রাখতে সক্ষম হবেন। বছরের শুরুতে ঢাকায় একটা শতক হাঁকিয়েছিলাম, এই ধরণের কন্ডিশনে আমার সেরা ইনিংস এটি। একই প্রতিপক্ষের বিপক্ষে বেশী খেলতে তারা যেমন আপনার সম্পর্কে জানবে, পরিকল্পনা করবে, আপনিও ভালো খেলার সুযোগে মুখিয়ে থাকবেন কারণ আপনি জানবেন তারা কি করতে সক্ষম।'

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছে সাকিব আল হাসান। ম্যাচ হারের পর এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছে স্বয়ং বাংলাদেশিরা। তবে সাকিবের এই সিদ্ধান্তকে ভুল বলতে নারাজ মালান। জানিয়েছেন ইংল্যান্ড টসে জিতলেও ফিল্ডিং নিতো। 

মালান বলেন, 'না আমার মনে হয় না ওরা উইকেট বুঝতে ভুল করেছিল। আমরাও আগে বোলিংই করতাম। গতদিন বৃষ্টি হয়েছিল, আমার মনে হয় এটাই দুই অধিনায়ককে ধারণা দিয়েছে যে টস জিতে বোলিং নেয়ার। ভারতে দিনের খেলায় আমার মনে হয় সবাই এটা ভেবেই নেয় যে উইকেটটা একটু স্লো থাকবে।'

 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।