ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তবুও দুই রানের আক্ষেপ !

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ২১:২৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংসটি অনেকটা টি-টোয়েন্টি স্টাইলে। কেননা ২৮৩ রানের লক্ষ্য ৩৬ দশমিক ২ ওভারে টপকে গেছে কিউইরা। ম্যাচের দুই নায়ক ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র গড়েছেন ২৭৩ রানের জুটি।

ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার সময় সতীর্থরা শুভেচ্ছা জানাচ্ছিল দুই ক্রিকেটারকে। তবে পরিসংখ্যানে তাকালে দুই রানের আক্ষেপ করতেই পারে দুজনেই। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় রানের জুটি গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও জেমস মার্শাল।

২০০৮ সালে এই দুজনের জুটি থেকে এসেছিল ২৭৪ রান। প্রায় ১৫ বছর ধরে অক্ষুন্ন এই রেকর্ড ভাঙতে কনওয়ে ও রবীন্দ্রের প্রয়োজন ছিল মাত্র দুই রান। সুযোগ ছিল বাউন্ডারি হাঁকানোর। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। বর্তমানে সেরা জুটিতে নিউজিল্যান্ডের দ্বিতীয় জুটিতে থাকলো তারা দুজন। 

এদিকে ওয়ানডেতে দ্বিতীয় উইকেট জুটিতে সেরা পাঁচে উঠে এসেছে তাদের নাম। পাকিস্তানের আমির শোহেল ও ইনজামাম-উল হকের ২৬৩ রানের জুটি টপকিয়েছে তারা। ২৯ আগে এই জুটি গড়েছিলেন দুই পাকিস্তানি।  

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।