ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রান করতে পারবেন তো ফখর?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ২০:৪২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান, এমন মন্তব্য করেছিলেন ধারাভাষ্যকার নাসির হুসেন। এই ডাচদের বিপক্ষে আগামীকাল মুখোমুখি হবে বাবর আজমের দল। এই ম্যাচের আগে ফখর জামানকে পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম। 

লঙ্কা প্রিমিয়ার ও এশিয়া কাপে রান খরায় ভুগেছেন ফখর। তবুও তাকে নিয়ে বাজি ধরছেন পাকিস্তান সহ অধিনায়ক। আগামীকালকের একাদশে ফখর যে থাকছেন তা একপ্রকার নিশ্চিত। ফলে তার উন্নতি নিয়েই মূলত কথা বলেছেন ওয়াসিম। 

স্থানীয় একটি গণমাধ্যমে কথা বলার সময় ওয়াসিম আকরাম ফখরকে নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফখর জামানের খেলা দেখেছি। রীতিমতো লড়াই করছিলেন তিনি, কিন্তু ভালো পারফর্ম্যান্স করতে পারেননি। গত দেড় মাস ধরে এমন অবস্থা চলছে।

এ সময় ফখরকে পরামর্শ দিয়ে ওয়াসিম আকরাম বলেন, ফর্মের বাইরে থাকা অবস্থায়, উন্নতি করতে হলে বিভিন্ন কৌশল রপ্ত করতে হবে। শুরুতেই বড় শট না খেলে টিকে থাকতে হবে। ধীরে ধীরে এগোতে হবে। ফখরের ক্ষেত্রে এটাই সমস্যা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।