ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাকিবের নীতি ‘দলের জন্য অবদান রাখা’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩ ১৮:৫৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ মানেই চাপ। স্নায়ুচাপ কাটিয়ে মাঠে পারফর্ম করতে পারলেই হওয়া যায় সেরা। আর এবারের বিশ্বকাপে সম্ভাব্য সেরা ক্রিকেটার হওয়ার সম্ভাবনায় রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

অভিজ্ঞতা আর  প্রাপ্তির বিচারে সাকিবের অবস্থান অনেক উপরে। বিশ্বকাপের সবশেষ আসরে করেছেন মনে রাখার মত পারফর্ম। তাই এবার তাকে নিয়ে বাঙ্গালীর আশা আরও বেশি। এসব কিছু চাপ কিনা, এমন প্রশ্নে সাকিবের উত্তর না। 

আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে সাকিব বলেন, ‘না (চাপ আছে কিনা), একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনই পরিসংখ্যান দেখি না। আমি সবসময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’

 

সাকিব আরও বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সবশেষ চার বছরের কথা বলি খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো। আমার মনে হয় আমাদের দল প্রস্তুত এবং আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।