ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ভারতই বেশি চাপে থাকবে: ওয়াসিম আকরাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩ ১৬:২৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে। ভারতে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের এই মহাযজ্ঞ। ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ায় পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবেন রোহিতরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এমনটাই মনে করেন।

এর আগে ২০১১ সালে ঘরের মাটিতেই এই ফরম্যাটের বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নেন তারা। এবার আবারও ঘরের মাটিতেই শিরোপা উৎসব করার সুযোগ আছে তাদের সামনে। কিন্তু স্বাগতিকদের জন্য কাজটা মোটেই সহজ হবে না বলে মনে করেন আকরাম। তার মতে, ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ার কারণেই অসুবিধায় পড়বে ভারত।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ঘরের মাঠে খেলার কিছু অসুবিধাও রয়েছে। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু নিজেদের মাঠে খেলার বাড়তি চাপ সবসময়ই থাকে। এটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও একই রকম। আয়োজক হলে চাপে থাকত।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।