ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ছোট জয় বড় স্বপ্ন

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৭ মে ২০২২ ২০:২৮

মাহমুদুল হাসান জয়৷ ছবি সংগৃহীত মাহমুদুল হাসান জয়৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: বাংলাদেশ ক্রিকেট সংগ্রহশালায় যতগুলো মহাকাব্যিক স্মৃতি রয়েছে তার মধ্যে অন্যতম মাদিবার রাষ্ট্রে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ জয়৷ অস্বীকার করার কোন সুযোগ নেই জয়ের নেশায় বিজয় এসেছে জুনিয়র টাইগারদের৷ সেই বিজয়ের সম্মুখ যোদ্ধা ছিলেন মাহমুদুল হাসান জয়৷

হেরে যাওয়ার আগেই হার মানতে নেই তা যেমন শিখিয়েছিলেন পুরো দল ৷ প্রতিপক্ষ যেই হোক মানসিক শক্তিটা ম্যাচ জয়ের মূলমন্ত্র দেখিয়েছিলেন শরিফুল-সাকিব ঠিক তেমনি বড় ম্যাচে চাপ নিয়ে খেলার অনুপ্রেরণা আকবর পেয়েছিল জয়ের কাছেই৷ যুব বিশ্বকাপের সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিজয়ের কেতন উড়ানো সেঞ্চুরি যেন বাংলার আকাশে আনন্দের প্রজাপতি৷

যুবদলে রঙ্গিন পোষাকে দূর্দান্ত করা মাহমুদুল হাসান জয় বড় মঞ্চে নিজেকে থিতু করার চেষ্ঠা করছেন সাদা পোষাকে৷ হয়তো হবেন নতুবা স্বপ্ন দেখিয়ে অন্যদের মত ছিটকে পরবেন৷ তবে যাই হোক এসবের উত্তর ভবিষ্যতের জন্য তুলে রাখলে মোটেও ভুল কিছু হবে না৷ বর্তমানে যা বলা যায় তা হলো সংগ্রামী জয় করতেই পারেন দারুন কিছু৷

আফ্রিকার মাটিতে বরাবরে অসহায় এশিয়ান ক্রিকেটাররা৷ সেই মাটিতে শতক হাকিয়ে করেছেন রেকর্ড৷ দল বিধ্বস্ত হলেও জয়ের ব্যাটে ছিল চওড়া হাসি৷ সেই কথা এখন পুরনো৷ নতুন কথা হলো ঘরের মাঠেও তামিমকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তিনি৷ ফলে ছোট জয়ে বিশ্বাস রেখে বড় স্বপ্ন দেখছেন পুরো বাংলাদেশ৷

জয়ের মেধা কিংবা সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই৷ কারন এই দুইটির কোন একটির ঘাটতি থাকলে টেস্ট দলে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল না৷ ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট টেস্ট ম্যাচ৷ তাই তাকে দিতে হবে দীর্ঘসময়৷ খারাপ করে একাদশ থেকে বাদ পড়লেও ছেটে ফেলা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার খাতিরে৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...