ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

রাজার দিকে তাকিয়ে পুরো রাজ্য

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৬:৪৮

সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আস্থার নাম সাকিব আল হাসান৷ অসংখ্য সামর্থ্যবান খেলোয়াড়ের উপস্থিতির মাঝেও সাকিব অনুপস্থিত থাকলে এখনও টিম টাইগার ম্যানেজম্যান্ট হিমশিম খায় সেরা একাদশ সাজাতে৷ তাই হয়তো সাকিবের মতে তিনিই পঞ্চপান্ডবে সেরা, মাশরাফির মতে অদম্য৷

বিশ্বসেরা অলরাউন্ডার দলে থাকা মানেই যে আলাদা সুবিধা পাওয়া এটি যেমন নিজ দল ভালোভাবেই বোঝে ঠিক তেমনি সমস্যায় পরতে হয় বিপক্ষ দলকে৷ তাইতো বাংলাদেশ সফরের আসার আগেই সাকিবকে নিয়ে ছক সাজিয়েছে লঙ্কানরা৷ তবে সাকিবের দিনে সেসব পরিকল্পনা খুব একটা কাজে লাগবে না তা সর্বশেষ আফ্রিকা সিরিজেই প্রমাণ করেছেন ব্যাট হাতে৷

বাংলাদেশের স্বাধীনতার মাসে মাদিবার রাষ্ট্রে দূর্গ জয় করে দেশে ফিরেছিল তামিমের নেতৃত্বে ওয়ানডে দল৷ সেই সিরিজের আগে সাকিব-বিসিব কান্ডে যা হয়েছে তা ভুলে যাওয়া উত্তম৷ তবে মনে রাখলেও ক্ষতির কিছু নেই৷ কারন সাকিব যেমন চমক দেখিয়েছেন মাঠের বাইরে তেমনি হতাশ করেছেন আফ্রিকানদের৷ সিরিজ যাত্রার প্রথম ধাপেই হয়েছেন ম্যাচের নায়ক৷ হাসিয়েছেন সমালোচক থেকে ভক্তদের৷

বয়সের সংখ্যায় বিশ্রাম প্রাপ্তি যৌক্তিক হলেও বিজ্ঞাপন কান্ডে নিজেকেই এনেছেন খবরের প্রথম পাতায়৷ সাকিব নিজেকে এতটাই উপরে নিয়ে গেছন যেখানে আর প্রমাণ করার কিছু নেই৷ তবে জাতি হিসেবে খেলা পাগল ও আবেগী স্বভাবের কারনে মাঝেমধ্যেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হয় এই অলরাউন্ডারকে৷ দেশকে ভালোবেসে সেসবে এখন ভালোভাবেই অভ্যস্ত সাকিব৷

আফ্রিকা সিরিজের মত শ্রীলঙ্কার সিরিজের আগেও আলোচনার কেন্দ্রে সাকিব৷ তবে এবার ঐচ্ছিক নয়৷ পুরনো খবর নতুন করে বলারও নেই কিছু৷ কিন্তু অনেকেই ভেবেছিল টেস্ট না খেলতে সাকিবের এসব বাহানা৷ কোচের মতেও শতভাগ ফিট হলেই খেলবেন সাকিব৷ অনুশীলনে প্রমাণ করেছেন তিনি ম্যাচ খেলার জন্য যথেষ্ঠ ফিট৷

গত সিরিজের মত এবারেও ম্যাচের নায়ক হতেই পারেন সাকিব৷ কারন সাকিব আলোচনায় আসলে ব্যাট বলেই জবাব দেয়৷ একারনেই তিনি সেরা, তিনি দুরন্ত৷ এছাড়াও সফরকারীদের বিপক্ষে বাংলাদেশীদের মধ্যে বল হাতে সেরা সাকিব৷

বাংলাদেশের সামনে এবার নিজেদের দূর্গ জয়ের পালা৷ কারন নিজ সাম্রাজ্যে লঙ্কানদের কাছে অসহায় মুমিনুল বাহিনীর দল৷ দীর্ঘদিন পরে টেস্ট দলে সাকিবের উপস্থিতি আলাদা সাহস জুগাবে দলকে৷ সেই দাপটে এসে যেতে পারে প্রথম জয়৷ যদিও রয়েছে বৃষ্টির শঙ্কা৷ তবুও প্রস্তুত টিম টাইগার৷ সাথে প্রস্তুত পুরো বাংলাদেশ৷ আরেকবার বিজয়ের উৎসব পালনে৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...