ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

পরিণত দলের স্বপ্ন বিশ্বজয়ের

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ২২:৩০

বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ফটো। বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ফটো।

নিউজ ডেস্কঃ প্রতিটি মানুষের জীবনে থাকে উত্থান-পতনের এক গল্প৷ যে গল্পের অন্তরালে থাকে হাসি কান্নার সংমিশ্রণ৷ সাথে থাকে ভালোবাসা, ভালো লাগার অনুভূতি৷ কঠিন মুহূর্ত্বে পাশে থাকে পরিবার, নষ্ট হয়ে যায় মায়ার চাদরে আবৃত বন্ধুত্ব৷ খেল হারিয়ে লক্ষ্য থেকে হয়ে পরে বিচ্ছিন্ন, কেউ আবার আকরে ধরে নিজ জীবনকে৷

বাংলার ক্রিকেটে খুব বেশি আগের স্মৃতি নয়৷ এইতো সেদিন বিশ্বকাপ মঞ্চে নাকানি-চুবানি খেয়ে পরিশ্রান্ত হয়ে ফিরে আসা দলটি চলতি বছরের শুরুতে নিজেদের ক্রিকেট সংগ্রহশালায় যুক্ত করলো দুটি মহাকাব্য৷ বিশ্বক্রিকেটে তৈরী করলো ইতিহাস৷ সাদা ও রঙ্গিন দুই পোষাকেই দাপুটে জয়ে আত্মবিশ্বাসি তামিম-তাসকিনরা৷

বছর পাঁচ-ছয়েক পূর্বেও যে দলটির স্বপ্ন ছিল একটি ম্যাচ জয়ের৷ সেই স্বপ্নটি সময়ের পরিক্রমায় রূপ নিয়েছে সিরিজ জয়ের৷ বুকে লালন করেছে আরও নতুন একটি স্বপ্ন৷ যেটি মোটেও ছোট নয়৷ সেই স্বপ্নকে ছোট বললে করা হবে মস্ত বড় ভুল৷ কারন স্বপ্ন এখন বিশ্বজয়ের৷ স্বপ্ন এখন ট্রফি অর্জনের৷

বাংলাদেশ ক্রিকেট দল ঘরের মাঠে পরাশক্তির দলগুলোর বিরুদ্ধে যতটা রাজত্ব করেছে৷ তার থেকেও বেশি অসহায়ত্ব প্রকাশ করেছে, নিষ্ঠুরভাবে বললে অর্থ দাড়ায় এক প্রকার বাধ্য হয়েছে অসহায় হতে পরের মাটিতে৷ দেশে ফিরে বিমানবন্দরে অসহায় আত্মসমর্পণে অনেকে বলেছেন এটি শিক্ষা সফর৷

ক্রিকেটাররা ঠকেছেন, দেখেছেন , শিখেছেন সাথে হেটেছেন আগুনের উপর দিয়ে৷ শিক্ষা সফরে সঞ্চয় করেছেন অভিজ্ঞতা৷ অভিজ্ঞতার ফল নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় ৷ যা প্রজম্ম থেকে প্রজম্ম লেখা থাকবে ক্রিকেট ইতিহাসের সোনালী পাতায়৷

সবার জীবনে এমন কিছু ঘটনা থাকে যা পুরো জীবনের জন্য কষ্টকর বস্তুতে পরিণত হয়৷ আবার কিছু সুখস্মৃতি থাকে যেগুলোকে আকঁড়ে ধরে বছরের পর বছর মন বাঁচতে চায়৷ বাংলার ক্রিকেটে সুখের থেকে কষ্টের স্মৃতি ঢের বেশি৷ কখনো হেরেছে দুই রানে, কখনো আবার একরানের কারনে করা হয়নি বিজয়ের উল্লাস৷ তবে যে সুখস্মৃতিগুলো রয়েছে তাকে শক্তিশালী পূঁজি করে এগিয়ে যাচ্ছে টিমে থাকা প্রতিটি সদস্য৷ বিশ্বক্রিকেটে পরিণত হয়েছে শক্তিশালী দল হিসেবে৷

টেস্ট খেলুরে প্রতিটি দলের বিরুদ্ধে ম্যাচ জিতেছে বাংলাদেশ৷ স্মৃতি আছে সিরিজ জয়ের৷ পরের ডেরায় পাক-অজিদের হারানোটাই শুধু বাকি৷ তাদের হারালে পূর্ণ হবে সুখের রাজ্যের ষোলকনা৷

বাংলাদেন বর্তমান দলকে বর্তমান সময়ে ছোট করে দেখার মত ভুল কোন দলেই করবে না৷ কঠিন পরিশ্রমে লাল-সবুজের পতাকায় আবৃত দেশটি আদায় করেছে যথার্থ সমীহ৷

দর্শকেরাও পাচ্ছেন তাদের ধৈর্য্যের ফল ৷ এমন অনেক দিন কেটেছে মাঝ সময়ে গ্যালারী ছেড়ে আপন ঠিকানায় হেটেছে বাংলার দর্শকেরা৷ টেলিভিশন বন্ধ করে যোগ দিয়েছেন নিজ কর্মে৷ সমালোচনা করেছেন তবুও পরিবারের মতন করে পাশে ছিলেন ক্রিকেটারদের৷ ভালোবেসে পরম মমতায় যত্নে রেখেছিলেন সাকিব-মুশফিকদের৷

চলতি বছরে রয়েছে এশিয়া কাপ ও সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ৷ সীমিত পরিসরের খেলায় দল কিছুটা দূর্বল হলেও ওয়ানডে ফরম্যাটের আত্মবিশ্বাস কাজে দিতে পারে পরিপূর্ণ ভাবে৷ ক্যারিয়ারের গৌধুলী বেলায় নিজেদের রাঙ্গাতে চাইবেন চার সিনিয়র এটিই চরম সত্য৷ তাই বৈশ্বিক আসরে ট্রফি জিতলেও অবাক হওয়ার নেই কিছু৷ কারন বাংলাদেশ দল এখন বড্ড পরিণত ৷ তাই বলা যায় পরিণত দলের স্বপ্ন যখন বিশ্বজয়ের তখন পূরণ বাঁধা কিসে আর ৷ কারন তারা জানে পরিশ্রম করতে৷ সাথে এটিও জানে পরিশ্রমের ফল সর্বদা সুমিষ্ট হয়৷

 

মশিউর রহমান শাওন।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...