ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বিগ ব্যাশঃ হুমকি তুলে মাঠে ফিরছেন রশিদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩ ২০:০৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

তালেবান সরকারের কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আফগানিস্তান সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া৷ চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজটি৷ অজিদের এমন সিদ্ধান্তের পর বিগ ব্যাশ বয়কটের হুমকি দিয়েছিলেন রশিদ খান৷ তবে মাস কয়েক পরে রাগ কমেছে এই বিশ্বেেরা লেগ স্পিনারের৷

রশিদ খানের এমন মন্তব্যের পরই তার খেলা নিয়ে শঙ্কা জাগে। যদিও নিজের অভিমান ভেঙে ফিরতে আগ্রহী রশিদ। নিজের রাগ অবশ্য বেশিদিন পুষে রাখতে পারেননি রশিদ, দিয়েছেন ফেরার বার্তা। রশিদ নাম ড্রাফটে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।

গত মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ খান এক পোস্টে লেখেন, ‘আমাদের বিরুদ্ধে সিরিজ থেকে অস্ট্রেলিয়ার নাম তুলে নেওয়ার ঘটনায় আমি হতাশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমি গর্ব অনুভব করি এবং বিশ্ব মঞ্চে আমরা অনেক এগিয়েছি। যদি আফগানিস্তানের বিরুদ্ধে খেলাটা অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে ফেলে, তবে বিবিএলে খেলে আমিও কারোর জন্য অস্বস্তির কারণ হতে চাই না। এই প্রতিযোগিতায় নিজের ভবিষ্যৎ নিয়ে এখন ভাবতেই হবে আমায়।’

রশিদ খানের সঙ্গে ড্রাফটে নিবন্ধিত হয়েছে তার তিন সতীর্থ মুজিব উর রহমান, নূর আহমেদ ও ইজহারুল হক নাভিদ। এবারও আগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে আফগান লেগ স্পিনারের।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিগ ব্যাশঃ হুমকি তুলে মাঠে ফিরছেন রশিদ

তালেবান সরকারের কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আফগানিস্তান সিরিজ বাতিল করেছিল অস্ট্...

বোর্ডের হুমকি, এবার ফ্র্যাঞ্চাইজি দল থেকেও বাদ ক্র...

‘অনাপত্তিপত্রে পরিবর্তন আসায়, এই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না

আম্পায়ারকে ভয় দেখিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ কারান

আম্পায়ারকে ভয় দেখানোর অপরাধে বিগ ব্যাশে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন টম কারান। এক...