ঢাকা | শনিবার, ১১ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বোর্ডের হুমকি, এবার ফ্র্যাঞ্চাইজি দল থেকেও বাদ ক্রিকেটার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪ ২০:১৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিচ্ছে অনেক ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি বাড়তি আগ্রহের ফল মূলত এটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড়দের সুযোগ দিতে ইতিবাচক মানসিকতা প্রদর্শন করে অনেক বোর্ডই। এসব বোর্ডের মধ্যে রয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। তবে এবার জটিল কারণে কঠিন হয়েছে বোর্ড। 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সময় দেওয়ার জন্য জাতীয় দলের চুক্তিতে নিজেদের রাখতে চাননি মুজিব উল হক, ফজল হক ফারুকী ও নাভিন উল হক। ক্রিকেটারদের এমন আচরণকে ভালো ভাবে নেয়নি এসিবি। ফলে বিদেশি লিগে অংশগ্রহণে তাদের দেওয়া হয়েছে একপ্রকার নিষেধাজ্ঞা। অনাপত্তি পত্র না পাওয়ায় বিগব্যাশে মেলবোর্ন ডার্বিতে নামা হচ্ছে না মুজিবউল হকের। 

আগামীকাল বিগব্যাশে মেলবোর্ন ডার্বি। কিন্তু সে ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের হয়ে নামা হবে না মুজিব উর রহমানের। আফগানিস্তান অফ স্পিনার চোটে পড়েননি। কিন্তু জাতীয় দলে খেলতে না চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে যে অনাপত্তি পত্র না দেওয়ার হুমকি দিয়েছে, সে প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেনেগেডস।

আজ এক বিবৃতিতে রেনেগেডস বলেছে, ‘অনাপত্তিপত্রে পরিবর্তন আসায়, এই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।’।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বিগ ব্যাশঃ হুমকি তুলে মাঠে ফিরছেন রশিদ

তালেবান সরকারের কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আফগানিস্তান সিরিজ বাতিল করেছিল অস্ট্...

বোর্ডের হুমকি, এবার ফ্র্যাঞ্চাইজি দল থেকেও বাদ ক্র...

‘অনাপত্তিপত্রে পরিবর্তন আসায়, এই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না

আম্পায়ারকে ভয় দেখিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ কারান

আম্পায়ারকে ভয় দেখানোর অপরাধে বিগ ব্যাশে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন টম কারান। এক...