ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

লিটনকে তার মতো থাকতে দেন, সে দেখিয়ে দিবে: পোথাস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪ ২২:৪৮

সময়টা ভালো যাচ্ছে না লিটনের। ফাইল ছবি সময়টা ভালো যাচ্ছে না লিটনের। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ যাচ্ছেতাই একটা সময় কাটাচ্ছেন টাইগার তারকা ব্যাটার লিটন কুমার দাস। ক্যারিয়ারে এর আগে এতো বাজে ফর্মের দেখা পাননি তিনি। টানা ব্যর্থতায় বাদ পড়তে হয়েছে বাংলাদেশের ওয়ানডে স্কোয়ড থেকে। সিলেট টেস্টে এই তারকা ক্রিকেটার হতশ্রী ব্যাটিংয়ে জন্ম দিয়েছেন সমালোচনার। দিন দুয়েক আগে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রশ্ন তুলেছেন লিটনের শট সিলেকশন নিয়ে।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে লিটন একাদশে থাকবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এদিন তাই ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাসকে কথা বলতে হয়েছে লিটন প্রসঙ্গে। সেখানে অবশ্য পোথাসকে পাশেই পেয়েছেন লিটন।

লিটনকে নিয়ে পোথাস বলেন, ‘আমাদের কথা হয়েছে। ভালো অবস্থায় আছে লিটন। সমস্যাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু ওর মতো থাকতে দেওয়া উচিৎ। এরপর সেও তার সেরাটা দেখিয়ে দেবে।’

টানা ব্যর্থতার কারণে ভক্ত সমর্থক থেকে শুরু করে মিডিয়া, সবকিছুই যেন যাচ্ছে লিটনের বিপক্ষে। ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হওয়ায় সমালোচনা হওয়া ছিল অবধারিত। এই প্রসঙ্গে পোথাস বলেছেন, ‘যদি আমরা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর পিছনে লেগে থাকি, তাহলে হবে না। আমরা ভুলে যাই, এই ছেলেরা ক্রিকেট খেলে বা তাদের টিভিতে দেখায় বলে যে ওরা মানুষ না এমন নয়। এজন্য যদি আমরা তাদের মানুষের মতোই দেখি, আর তাকে তার সেরাটা দেওয়ার সুযোগ দিই, আমি নিশ্চিত সে আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবে।’

 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।