ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনেই শ্রীলঙ্কার লিড ২১১, ২৪ বছরে রান তাড়ায় বাংলাদেশ ২১৭ !

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪ ২০:৪৮

ব্যাটিংয়ে শরিফুল ইসলাম ও খালেদ আহমদে। ছবি সংগৃহীত ব্যাটিংয়ে শরিফুল ইসলাম ও খালেদ আহমদে। ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওনঃ ১৩ নভেম্বর ২০০০! আভিজাত্যের টেস্ট ক্রিকেটে প্রথমবার মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ২৪ বছর পার করলেও এই সংস্করণে অবশ্য বাংলাদেশ আদায় করতে পারেনি প্রতিপক্ষের সমীহ। ব্যক্তিগত নৈপূণ্যে অবশ্য ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল পেয়েছেন ডাবল শতক। এই অর্জনের খুব কাছে গিয়ে হতাশ হয়েছেন মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল। তবে দলীয় ব্যর্থতা জলজল করছে বাংলাদেশের নামের পাশে। ১৪০ টেস্টে ১০৩ হারের বিপরীতে জয় মাত্র ১৯টিতে।

টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে প্রায়সময় প্রতিপক্ষের ওপর চাপ রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯৫, জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬০, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫৬ ও পাকিস্তানের বিপক্ষে ৫৫৫ রান তারই প্রমাণ। তবে রান তাড়া প্রসঙ্গে প্রতিপক্ষের কাছে যেন শিশুতে পরিণত হয় বাংলাদেশ। 

সবশেষ ১০ বছরে ২০০ রান তাড়া করে ম্যাচ জিততে পারেনি তামিম-সাকিবরা। ২০০৯ সালের ১৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রানের টার্গেটে ২১৭ রান নিজেদের ইতিহাসে সর্বোচ্চ। সেরা পাঁচের বাকি চার ইনিংস যথাক্রমে, ১৯১, ১৩৮, ১০১ ও ৪২। 

ঘরের মাঠে বাংলাদেশ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। নিজেদের সবশেষ দুই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করা বাংলাদেশ এবার সাহস দেখিয়েছে পরে ব্যাট করার। সাহসী সিদ্ধান্ত পূর্ণতা লাভ করার সম্ভাবনাও ছিল। তবে ছোট ছোট ভুলে ম্যাচ জয় থেকে প্রায় ছিটকে যাচ্ছে বাংলাদেশ। কেননা সিলেটে ম্যাচ জিততে বাংলাদেশকে তাড়া করতে হতে পারে ২৭০-২৮০ রান। কেননা দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা লিড নিয়েছে ২১১ রানের। পাঁচ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে ভাঙতে হবে নিজেদের অতীত ইতিহাস। যে ইতিহাস গত ১৫ বছরেও ভাঙেনি তা এবার কতটা নতুন হতে পারে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। কেননা এই ম্যাচে একাদশে নেই দেশের সেরা ক্রিকেটাররা। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।