ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নিশাঙ্কা-আসালাঙ্কায় সমতা ফেরাল শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪ ২২:৩৮

সমতা ফেরাল শ্রীলঙ্কা। গেটি ইমেজ সমতা ফেরাল শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। তবে, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কার ব্যাটিং শৈলীতে ৩ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাতেই   ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরিয়েছে সফরকারীরা। ফলে, শেষ ম্যাচটি দুই দলের জন্য অঘোষিত ফাইনাল।

সাগরিকায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। এদিনও রানের খাতা খোলার আগেই মাধুশাঙ্কার শিকার হয়ে ফিরেন এই ওপেনার। এরপর মাধুশানের এক ওভারে দুইবার জীবন পান টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। জীবন পেয়েই চড়াও হয়েছে টাইগার অধিনায়কের ব্যাট। তাকে যোগ্য সঙ্গ দেন সৌম্য সরকার। 

দ্বিতীয় উইকেট জুটিতে এই দু'জন যোগ করেন ৭৫ রান। ৬ চারে ৪০ রান করা শান্ত ফিরলে ভাঙে এই জুটি। এরপর সৌম্যকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। দারুণ ব্যাট করতে থাকা সৌম্য তুলে নেন ফিফটি। তাতেই দলীয় একশ পার করে বাংলাদেশ। এরপরই জোড়া আঘাত হানেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক ওভারেই তুলে নেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

১১ চার ও ১ ছক্কায় সৌম্য করেন ৬৮ রান। চাপে পড়া বাংলাদেশ পথ দেখে হৃদয়-মুশফিকের ব্যাটে। যদিও ইনিংসটা লম্বা হয়নি মুশির। ৩ চারে ফিরেন ব্যক্তিগত ২৫ রানে। দলীয় দুইশ পার করার আগে মিরাজও ফিরেন সাজঘরে। এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গ দেন তানজিম সাকিব। একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন হৃদয়। সপ্তম উইকেটে এই দু'জন যোগ করেন ৪৭ রান।

শেষ দিকে চট্টগ্রামে ঝড় তোলেন তাওহীদ হৃদয়। তাসকিন আহমেদও খেলেন দারুণ ক্যামিও। এই দুজনের ২৩ বলে ঝড়ো ৫০ রানের জোটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৪ রানের আক্ষেপে ৩ চার ও ৫ ছক্কায় তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৯৬ রান। ২ চার ও ১ ছক্কায় তাসকিন আহমেদ করেন ১৮ রান। শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট শিকার মাধুশাঙ্কার।

২৮৭ রানের লক্ষ্যে ব্যাট থেকে করতে নেমে শুরুতেই আভিষ্কা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। তাকে ফেরান ইনফর্ম শরিফুল ইসলাম। এরপর কুশল মেন্ডিস ও প্রাথুম নিশাঙ্কা দ্রুত তুলতে থাকেন রান। আক্রমণে এসেই তাসকিন তুলে নেন মেন্ডিসকে। আরেকপ্রান্তে শরিফুলের শিকার হয়ে ফিরেন সাদিরা সামারাবিক্রমা। দলীয় পঞ্চাশ পার করার আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। 

চর্তুথ উইকেট জুটিতে লঙ্কানদের পথ দেখান প্রাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই দলীয় একশ পার করে শ্রীলঙ্কা। ফিফটি তুলে নেন নিশাঙ্কা। তার দেখানো পথে হেটে আসালাঙ্কাও তুলে নেন ফিফটি। এরপর এই জুটি লঙ্কানদের লড়াইয়ে রাখে। তাসকিন-মিরাজরা চেষ্টা করেও ভাঙতে পারেনি এই জুটি।

কার্যত এই জুটিই বাংলাদেশকে ম্যাচ থেকে দেয় ছিটকে। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। এই দু'জনের দেড়শো পার করা জুটিতে শ্রীলঙ্কা পেরোয় দলীয় দুইশো রানের গণ্ডি। ১১৪ রান করা নিশাঙ্কাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে তাসকিনের বলে আসালাঙ্কা ফিরেন ৯১ রান করে। তানজিম সাকিবও তুলে নেন লিয়ানাগেকে। তবে, ততক্ষনে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 

শেষ পর্যন্ত হাসারাঙ্গার ২৫ রানে, ৩ উইকেট হাতে রেখেই সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে ২ উইকেট করে নেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।