ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪ ১৪:০৫

ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: টুইটার ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: টুইটার

নট আউট ডেস্কঃ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। অন্য দিকে সিরিজে সমতা হলে জয়ের কোন বিকল্প নেই সফরকারী শ্রীলঙ্কার সামনে। এমন সমীকরণ নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে এদিনও টস ভাগ্য সহায় হয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসের। আর টস জিতে এবার আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। বাদ পড়েছেন মাহিশ থিকশানা। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। অন্য দিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্দো, প্রাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত্র আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।