পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে নামতে পারে বাংলাদেশ
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪ ১০:৩৫

নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলদেশ দল। একই একাদশ নিয়ে খেলেছে তিনটি ম্যাচই। তবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে থাকছে পরিবর্তনের সম্ভাবনা। অভিজ্ঞ তাইজুল ইসলামের জায়গায় দেখা যেতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অলরাউন্ডিং পারফর্ম করেছেন রিশাদ। তবে ওয়ানডেতে মূলত তাইজুলের ব্যর্থতার কারণেই আসতে পারে সুযোগটা।
প্রথম ওয়ানডেতে বল হাতে ভরসার প্রতিদান দিতে পারেননি তাইজুল। দু-হাত ভরেই খরচ করেছেন রান। চট্টগ্রামের এই উইকেটে তাইজুলের বল খুব একটা কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। সবমিলিয়ে একাদশে এই একটি পরিবর্তনে আসতে পারে। যদিও আগের ম্যাচে ব্যাট হাতে পুরোদমে ব্যর্থ ছিলেন লিটন দাস, সৌম্য সরকার। নিয়মিত রান খরায় থাকায় তাদের বাদ দেওয়ার পক্ষেও কেউ কেউ। তবে তাদের উপর আস্থা রাখতে চাচ্ছে টিম ম্যানেজম্যান্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: