ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক জয় আত্মবিশ্বাসী করছে শান্তদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩ ১২:৩০

হাফ সেঞ্চুরি পেয়েছেন নাজমুল শান্ত। গেটি ইমেজ হাফ সেঞ্চুরি পেয়েছেন নাজমুল শান্ত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে এর আগে ১৮টি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সব ম্যাচের চিত্রটা ছিল একই অর্থাৎ হার। সীমিত ওভারের ক্রিকেটে কখনোই জয় না পাওয়া টাইগারদের এবারের শুরুটাও ছিল অন্য সব বারের মতোই। প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছিল আগেই। নেপিয়ারে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে শনিবার সাত সকালেই মাঠে নামে বাংলাদেশ। এবারের গল্পটা হয়েছে ভিন্ন। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সীমিত ওভারের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেটা আবার যেন তেন জয় নয়। একবারে কিউইদের ধসিয়ে দিয়েই। 

এদিন আগে ব্যাট করা নিউজিল্যান্ড গুটিয়ে যায় একশ পার করা আগেই। টাইগার পেসারদের তোপে এদিন চোখে সর্ষে ফুল দেখে কিউই ব্যাটাররা। ৯৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক নাজমুল শান্তর ফিফটিতে ৯ উইকেটের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয় যেন এক অন্যরকম অনুভূতি নাজমুল হোসেন শান্তর কাছে।

 ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে শান্ত আত্মতৃপ্তির সুরে বলেছেন, ‘ক্রিকেটাররা যেভাবে এই ম্যাচ খেলেছেন তাতে সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম, এই সিরিজ জিততে পারবো। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি। বোলাররা অনেক কিছু শিখেছেন। তারা ভালো এরিয়া বাছাই করে বোলিং করছিল, নিজের উইকেট খুঁজতে যায়নি। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে খুশি। আমি বোলারদের চাপ দেওয়ার চেষ্টা করিনি, শুধু আমার নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি এবং আমার নিজের কাজের ওপর মনোযোগ দিয়েছি।’

ওয়ানডে সিরিজে শেষ, এবার দু'দলের মিশন টি-টোয়েন্টি। ক্রিকেটের এই সংস্করণেও কিউইদের মাঠে কখনো জয় পায়নি বাংলাদেশ। ওয়ানডে জয়ের সুখস্মৃতি নিয়েই এবার টি-টোয়েন্টিতেও কিউই বধ করার চক আঁকছেন কাপ্তান শান্ত। তিনি আরও বলেছেন, ‘এই ম্যাচ জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী (টি-টোয়েন্টি সিরিজের জন্য) করে দেয়, যদিও টি-টোয়েন্টি একটি ভিন্ন ফরম্যাট এবং আমরা সেই অনুযায়ীই পরিকল্পনা করবো। আমরা কিছু জায়গায় (নেপিয়ারের ঘুরা ঘুরি) যাওয়ার পরিকল্পনা করছি, তবে আমাদের মনে রাখতে হবে, আমাদের কয়েক দিনের মধ্যে টি-টোয়েন্টি খেলতে হবে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।