ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে বাংলাদেশের ওয়ানডে ইতিহাস বদলাতে চান শান্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩ ১২:০৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দলটি। এবার সেই ব্যর্থতা দূর করতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

 

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডেতে হেরছে বাংলাদেশ। গত ১৫ বছরে সব কয়টি সিরিজেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। 

নিউজিল্যান্ডে ইতিহাস বদলানোর প্রসঙ্গে শান্ত বলেন, 'এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইন শা আল্লাহ।'

নিউজিল্যান্ডের বরাবরই কঠিন চ্যালেঞ্জ কন্ডিশন। তবে এসবে অজুহাত দিতে রাজি নন শান্ত। জানিয়েছেন কিউইদের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে দলের অনেকেরই।

শান্ত বলেন, 'কন্ডিশন তো একটু ঠাণ্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি খুব বেশী সমস্যা হবে না।'

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।