ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাতে নিউজিল্যান্ড যাচ্ছে লিটনসহ ১৪জন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩ ২০:৫৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় শেষ হয়েছে টেস্ট সিরিজ। এবার পালা রঙিন পোষাকে লড়াই। যে লড়াইটা হবে নিউজিল্যান্ডের। ওয়ানডে সিরিজকে সামনে রেখে ৯ ডিসেম্বর রাতে দেশ ছাড়ার কথা রয়েছে লিটনসহ ১১ জন ক্রিকেটারের। এই বহরে দলের সাথে যাবেন কোচিং প্যানেলের ৩ সদস্য। 

নিউজিল্যান্ড সফরে দুই বহরে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টেস্ট সিরিজে থাকা খেলোয়াড়রদের মধ্যে যারা ওয়ানডে দলে রয়েছে তারা যাবে ১১ ডিসেম্বর। 

কিউইদের মাটিতে পা রেখে দুদিন অনুশীলস করবে বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। 

বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ ওভারের ম্যাচগুলো হবে  ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। সিরিজ শেষ করে দেশে ফিরবে বাংলাদেশ। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএল নিয়ে। 

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।