ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘এক ম্যাচ খারাপ হলে ফের সমালোচনা হবে’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ১০:৩০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সিলেটে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রশংসায় ভাসছে পুরো বাংলাদেশ দল। তবে এমন আনন্দের মাঝেও শঙ্কা প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেছেন এক ম্যাচ খারাপ করলে ফের সমালোচনা হবে। 

 

ওয়ানডে বিশ্বকাপে বাজে হারের পর নতুন শুরু বাংলাদেশের। পরাজয় ভুলে বাংলাদেশ তুলেছে জয়। অন্যান্যবারের তুলনায় এবারের দলের সদস্যরাও ছিল উৎফুল্ল। অল্প কয়েকদিনে কি এমন পরিবর্তন এসেছে, এমন প্রশ্নে উত্তর দিয়েছেন শান্ত। 

শান্ত বলেন, ‘কিছুই বদলায়নি। বাইরে কথা হতেই থাকবে। এখন অনেক ভালো কথা হবে। আবার একটা ম্যাচ খারাপ করলে সমালোচনা হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। এ নিয়ে আমরা চিন্তাও করি না।’

তিনি বলেন, ‘আমাদের যা নিয়ন্ত্রণে আছে, পরিকল্পনা, প্রক্রিয়া এগুলোর চেষ্টা করা যায়। ম্যাচটি জিতেছি বলে সব ঠিক ছিল এমনটা নয়। এখানেও কিছু ভুল ছিল। এই ভুলগুলো শুধরে কীভাবে পরের ম্যাচে পরিকল্পনা করে এগোতে পারি সেটাই আমাদের জন্য জরুরি।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।