ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৩৫০ রান ব্যাপার না বাংলাদেশের জন্য

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ১৭:১৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ধারণা করা হচ্ছে এবারের বিশ্বকাপে রানের ফোয়ারা বইবে৷ রান বেশি হওয়া মানেই জিততে তাড়া করতে হবে বড় রান৷ যে দিকটায় বড্ড পিছিয়ে বাংলাদেশ দল৷ তবে সাকিবরা ৩৫০ রান তাড়া করে জেতার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ (বুধবার) ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি বিমানবন্দরে জালাল ইউনুস বলেন, ‘উই আর ক্যাপাবল, আমাদের ব্যাটিং লাইন-আপ খুবই ভালো। তাদের যদি ৩০০-৩৫০ তাড়া করতে হয়, সেটি করার মতো ব্যাটিং লাইন-আপ আছে। সবাই তো আর স্কোর করবে না, ৪-৫ জন অথবা দুটি বড় জুটি হলেই তো হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘যদি আমাদের বড় টার্গেট তাড়া করতে হয়, তাহলে আমার মনে হয় একটা ভালো জুটি দরকার। মাঝখানে একটা বা সামনের দিকে একটা বড় জুটি থাকলে ভালো। অবশ্যই আমরা বড় রান তাড়া করতে পারব’, যোগ করেন জালাল।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।