ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরের শক্তিশালী দল ঘোষণা ক্যারিবীয়দের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মে ২০২৩ ২০:৩১

ডি সিলভার নেতৃত্বে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ফাইল ছবি ডি সিলভার নেতৃত্বে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ তিনটি আন–অফিশিয়াল চারদিনের ম্যাচ খেলতে, আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বাংলাদেশের বিমান ধরার আগে আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। আসন্ন এই সফরে ক্যারিবিয়ানদের নেতৃত্বে থাকবেন উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডি সিলভা। 

ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞদের প্রাধান্য নিয়েছে ক্যারিবীয় বোর্ড। জশুয়া ডি সিলভা ছাড়াও, বাংলাদেশ সফরে আসছেন তেজনারায়ণ চন্দরপল, ব্র‍্যান্ডন কিং, রেমন রেইফার, অ্যান্ডারসন ফিলিপ ও গুদাকেশ মোতির মতো তারকা ক্রিকেটাররা। যারা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। গত জুনে বাংলাদেশ দলের ক্যারিবীয় সফরেও জাতীয় দলের স্কোয়াডে ছিলেন তারা।

সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশে আসবে আগামী ১১ মে। ১৬ মে থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। এর পর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে থেকে। সব গুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

বাংলাদেশ 'এ' দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।