ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

২০০ টাকায় দেখা যাবে তামিমদের হোয়াটওয়াশ এড়ানোর প্রচেষ্টা  

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০৬:৪৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের সাথে ম্যাচ ভেন্যুতে অবস্থান করছে সফরকারী ইংল্যান্ড। আগামী ৬ মার্চ (সোমবার) হোয়াইওয়াশ এড়ানোর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ম্যাচটি। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে মিলবে টিকিট।

 

শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টির জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, রুফ টপ হসপিটালিটি ১৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

 

তৃতীয় ওয়ানডে শেষে ৯ মার্চ একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ হাত ছাড়া হওয়ায় টাইগারদের লক্ষ্য এখন স্বাভাবিকভাবে টি-টোয়েন্টি সিরিজে। যদিও এই সংস্করণে শক্তি মত্তায় দারুণভাবেই পিছিয়ে টিম টাইগার্স। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।