ঢাকা | শনিবার, ৪ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারের পারফরম্যান্স আপ-ডাউন থাকবেই-তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ২০:৫৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ খুব একটা ছন্দে নেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। খরুচে বোলিংয়ের পাশাপাশি ব্যর্থ হচ্ছেন উইকেট শিকারে। শেষ কয়েক ম্যাচ ধরেই খারাপ সময় চলছে এই পেসারের। তবুও ধারাবাহিক ভাবে প্রশ্ন উঠেছে তবে কি মুস্তাফিজুর দলে অটো চয়েস। ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের পর এমন প্রশ্ন করা হয়েছিল তামিম ইকবালকে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য জানিয়েছেন, দলে কেউ অটো চয়েস নয়। ভরসা আছে ‍মুস্তাফিজের সামর্থ্যের উপর।  

মুস্তাফিজ প্রসঙ্গে ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমার বিশ্বাস, সে পারবে। সে আগেও করেছে। ওর খুবই ভালো ডিফেন্সিভ স্কিল আছে। ওর উইকেট শিকারের দক্ষতায় একটু উন্নতি করতে হবে। কোনো সময় কোন ক্রিকেটারের (পারফর্মেন্স) একই গ্রাফে যাবে না। আপ-ডাউন থাকবেই। সবসময় আমি তার কোয়ালিটির ওপর ব্যাপকভাবে আস্থা রাখি। এবং বিশ্বাস করি সে অবশ্যই কামব্যাক করবে। এতে আমার কোন সন্দেহ নেই।'

তামিম আরও বলেন, 'সত্যি কথা বলতে কোনোকিছু নেই। আমি নিজেও অটোচয়েস না। টিমে অটোচয়েস কেউ নাই। আমি যদি নিয়মিত পারফর্ম না করি, তাহলে আমিও কিন্তু দলে থাকব না। তাই অটোচয়েস কেউ নয়।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।