ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অ-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২ ০৭:০৪

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সব ঠিক থাকলে আগামী ১৩ জানুয়ারি পর্দা উঠবে প্রথম বিশ্বকাপের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা বাংলাদেশ। বিশ্ব মঞ্চে টাইগ্রেসদের নেতৃত্বে থাকবেন দিশা বিশ্বাস।

ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার। তাঁরা হলেন স্পিনার রাবেয়া খান, উইকেটকিপার-ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। তিন জনেরই ইতিমধ্যে অভিষেক হয়েছে জাতীয় দলের জার্সিতে।এছাড়া অধিনায়ক দিশা জাতীয় দলে ডাক পেলেও, লাল-সবুজ জার্সিতে খেলা সুযোগ পাননি।

বিশ্বকাপ খেলতে নতুন বছরের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বেন দিশা-মারুফারা। বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকে।

আগামী ১৪ জানুয়ারি বেনোনিতে বিশ্বকাপের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ছেলেদের যুব বিশ্বকাপের মতো মেয়েদের এই আসরেও অংশ নেবে ১৬ দল। ১৫ দিনে হবে মোট ৪১টি ম্যাচ। বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরও চার ক্রিকেটার। দলের হেড কোচ দীপু রায় চৌধুরী।

বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।